আশুলিয়া ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ
ক) আয়তন : ১০.০৮ বর্গমাইল।
খ) লোকসংখ্যা : ১,৪৩,৯৫২ (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
গ) গ্রামের সংখ্যা : ২৮ টি।
ঘ) মৌজা সংখ্যা : এস এ রেকর্ড অনুযায়ী ২১ টি, আর এস রেকর্ড অনুযায়ী ২১ টি।
ঙ) হাট বাজারের সংখ্যা : ৪ টি।
চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
কলেজ | উচ্চ বিদ্যালয় | কিন্ডার গার্টেন | প্রাথমিক বিদ্যালয় | মাদ্রাসা | |
সরকারী | ৬ টি | ||||
বেসরকারী | ২ টি | ৫ টি | ৩৫ টি | ৪ টি | ৭ টি |
ছ) শিক্ষার হারঃ ৬৮%
১। পুরুষ ৭১.৬%
২। নারী ৩৩.৯% (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
জ) রাস্তা ও সড়কের পরিমানঃ
১। পাকা ৯০ কিঃ মিঃ
২। এইচ বি বি ১১৫ কিঃ মিঃ
৩। কাঁচা ৯৫ কিঃ মিঃ
ঝ) নলকূপের সংখ্যাঃ
১। অগভীর ১০৪ টি
২। গভীর ০৫ টি
৩। তারা পাম্প ৩২ টি
ঞ) জমির পরিমান (একরে):
১। এক ফসলী ৯৮৮ একর
২। দু ফসলী ৮৫২ একর
৩। তিন ফসলী ১২৭২ একর
৪। পতিত জমি ২৯৩৯ একরর
ট) ঐতিহাসিক দর্শনীয় স্হানঃ তূরাগ নদীটি বর্তমানে মিনি কক্সবাজার নামে পরিচিত।
আশুলিয়া ইউনিয়নের সাংগঠনিক কাঠামো অত্যান্ড় সুবিধা জনক।
অত্র আশুলিয়া ইউনিয়ন পরিষদ হইতে ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সাটিফিকের্ট, নাগরিক সনদ পত্র, জন্ম নিবন্ধন মৃত্যু সাটিফিকেট ও বিভিন্ন প্রকার প্রত্যায়ন পত্র প্রদান করা হয়।
আশুলিয়া ইউনিয়ন পরিষদ, আশুলিয়া, সাভার, ঢাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS